মোবাইলের ক্ষতিকর আলো থেকে চোখকে রক্ষা করার জন্য ব্যাবহার করুন ছোট একটি এ্যাপ

হাই ভিজিটর ভাই ও বোনেরা আশাকরি আপনারা সকলে ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি এমন একটি এন্ড্রোয়েড এ্যাপ নিয়ে হাজির হয়াছি এটি যদি আপনি ব্যাবহার করেন তাহলে আপনার চোখকে কিছুটা নিরাপদ রাখতে পারবেন মোবাইলের ব্লু রশ্মি আলো থেকে।


আপনি এই এ্যাপটি আপনার মোবাইল ফোনে ইনস্টল করে যাস্ট অন করে দিয়ে পাওয়ার টা সেট করে দিলেই আপনার ফোনের ব্রাইটনেস কমিয়ে দিবে এবং লালচে কালারের আলো দিবে। আমি যে এ্যাপটি ব্যবহার করি এটির নাম হলো Blue Light Filter. আপনি প্লেস্টোরে গিয়ে সার্চ করুন Night Mode লিখে তাহলেই এই এ্যাপটি পেয়ে যাবেন।

এ্যাপটি ইন্সটল করার পরে ওপেন করলে নিচের স্কিনসটের মতো আসবে আপনি শুধুমাত্র সুইচ বাটনে প্রেস করবেন।

এরপরে আপনাকে এরকম একটা সেটিংস দেখাবে এখানে আপনি নাইট মোড আইকনে ক্লিক করবেন, অথবা নিজের মতো করে ম্যানুয়ালি করে নিবেন। এরপরে ব্যাক বাটন প্রেস করে বেরিয়ে আরামছে ফোনটি ব্যবহার করুন।

আমি এই এ্যাপটি প্রায় ২ বছর ধরে ব্যবহার করে আসছি এবং এটি আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে তাই ভাবলাম এটি আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনারা ও উপকৃত হন।
আমার এই পোস্ট টি এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো পোস্টে।

Post a Comment

0 Comments

Close Menu