আপনার ফোনটি যখন আপনার বাচ্চার হাতে কার্টুন দেখার জন্য হাতে দিবেন ঠিক এই মুহুর্তেই খারাপ একটি এডস চলে আসলো। অথবা আপনার মা বাবাকে কিছু একটা দেখানোর জন্য ফোনটি দিতে যাচ্ছেন ঠিক সেই সময়ে বিব্রতকর একটি এডস চলে আসলো আপনি তো লজ্বায় মাথা নিচু করে নিলেন। এ ধরনের পরিস্থিতি আমি নিজেও ফেস করেছি, আমি নিজে যে টেকনিক গুলো ফলো করি সেগুলোই আপনাদেরকে জানাবো।
মোবাইলে বিরুক্তিকর এড বন্ধ করার উপায়
প্রথমে আপনাকে বুঝতে হবে যে কোন সোর্সের মাধ্যমে আপনার সামনে এডসটি আসলো। আমি আপনাদেরকে ধারনা দিয়ে দিচ্ছি এডস সাধারণত ১. ফোনের কোম্পানির মাধ্যমে আসে। ২. বিভিন্ন থার্ড পার্টি এ্যাপের মাধ্যমে আসে। ৩। ইন্টারনেট ব্রাউজারের মাধ্যমে আসে।
১। ফোনের কোম্পানির মাধ্যমে যে বিরুক্তিকর এড আসে তা বন্ধ করার নিয়ম
স্টেপ ১ঃ আপনার ফোনের সেটিংশ এ গিয়ে Google নামে একটি অপশন পাবেন; অথবা Google Service নামে।
স্টেপ ২ঃ গুগল নামক অপশনে প্রবেশ করার পর Ads নামক একটি অপশন দেখতে পাবেন। এখন আপনার ফোনে নেট কানেকশন অন করে এডস নামের লেখার উপরে ক্লিক করুন।
স্টেপ ৩ঃ এখন আপনি Reset Advertising id লেখার উপরে ক্লিক করুন, ব্যাস কাজ শেষ এখন আর ফোনের পক্ষ হতে এড আসবেনা।
২। বিভিন্ন থার্ড পার্টি এ্যাপের মাধ্যমে যে বিরুক্তিকর এড আসে তা বন্ধ করার নিয়ম
আপনি হয়তো দেখেছেন যে SHAREit ইনস্টল করার পরে আপনাকে বা আমাদের সবাইকে কি পরিমান নোটিফিকেশন এডভার্টাইজ দেয়, এরকম শত শত থার্ড পার্টি এ্যাপ রয়েছে যেগুলো থেকে বিরুক্তিকর এড আসে।
থার্ড পার্টি এ্যাপের সকল এডস অফ করার জন্য আপনি সর্বপ্রথম যে এ্যাপটি থেকে এডগুলো আসছে তা নিশ্চিত করুন। এরপর সেই এ্যাপটিতে লং প্রেস করে রাখার পর Notification নামক একটি অপশন দেখতে পাবেন। নোটিফিকেশন লেখায় ক্লিক করলে Show Notification এনাবল করা দেখবেন, আপনি অফ করে দিবেন তাহলেই ওই এ্যাপ থেকে আর কোনো এডস আপনার সামনে অটোমেটিক আসবেনা।
৩। ইন্টারনেট ব্রাউজারের মাধ্যমে যে বিরুক্তিকর এড আসে তা বন্ধ করার নিয়ম
আমরা যেসকল নেট ব্রাউজার ব্যবহার করি সেগুলো থেকেও নানা ধরনের বিরুক্তিকর এড আসে। এ্যাপ ভেদে ভিন্ন ভিন্ন উপায়ে বা নিয়মে এডসগুলো বন্ধ করতে হয়। তবে হ্যা সব ব্রাউজার গুলোর ই এড বন্ধ করে রাখার সিস্টেম রয়েছে।
এছাড়াও আপনি অপ্রয়োজনীয় এ্যাপগুলো আনইন্সটল করে রাখতে পারেন, তাহলে আশা করা যায় আপনার ফোনে আর কোনো বিরুক্তিকর এড আসবেনা।
0 Comments
Please don't leave bad comments