১। ব্লগিং
আপনি যদি মোবাইল দিয়ে বাংলা লেখায় পারদর্শী হয়ে থাকেন তাহলে আমি বলবো আপনি আর্টিকেল রাইটিং বা ব্লগিং শিখুন। ব্লগিং করে আপনি মোটামুটি ১০ থেকে ১ লাখ টাকা প্রযন্ত আয় করতে পারবেন। ব্লগিং শেখার পূর্বে একটি বিষয় মাথায় রাখবেন, আপনাকে প্রচুর ধৈর্যশীল এবং অধ্যবসায়ী হতে হবে। এই কাজটি শেখার জন্য আপনার হাতে একটি স্মাট ফোন বা স্মাট মোবাইল ও ইন্টারনেট সংযোগ থাকলেই হবে।
২। ইউটিউবিং
ইউটিউবিং যে আহামরি কঠিন তা কিন্তু নয়, তবে কথা হলো যেকোনো কাজের পূর্বেই প্রপারলি শিখতে হবে। একটি প্রবাদ মনে পড়ে গেলো তা হলোঃ নাচতে না জানলে উঠান বাকা, আপনি যদি না শিখেন তাহলে আপনার কাছে এটিও অনেক কঠিন মনে হবে। আবার না শিখে কাজে নেমে পড়লে নানান সমস্যা ফেস করবেন এবং এমন ও হতে পারে অনেক কষ্টের চ্যানেলটি সাসপেন্ড ও হতে পারে।
৩। ফেসবুকিং
আমরা আগে ঘন্টার পর ঘন্টা ফেসবুকে হুদাই সময় কাটাতাম কিন্তু বর্তমান এই সময়ে আপনি যদি জ্ঞানী হয়ে থাকেন তাহলে আর অযথা ফেসবুক স্ক্রোল করে করে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে না দিয়ে একটি কন্টেন্ট ক্রিয়েট করে আপলোড দিয়ে ডলার কামাবেন। এই কাজ ও তেমন কঠিন নয় তবে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে।
৪। ডিজিটাল মার্কেটিং
ডিজিটাল মার্কেটিং এর কথা শুনেননি বা জানেনা এমন কেউ হয়তো এখন নাই, বললেই চলে। এই কাজটি শেখানো নিয়ে এতো বেশী প্রচার এবং ভুয়া কোর্স বিক্রি হয় তা ধারনার বাহিরে। তাই নিউবিরা ও ফ্রিল্যান্সিং কথাটা বললেই বলে আপনি কি ডিজিটাল মার্কেটিং করেন। ইন্টারনেটের সুবাদে কোনো জিনিস বিক্রি করা বা প্রচার করাই হলো ডিজিটাল মার্কেটিং। এটি শিখতে আপনার ১-৫ মাস সময় লাগতে পারে। এটির ভিতরে অনেক ক্যাটেগরি রয়েছে আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটি একটি করে শিখে আগাতে হবে।
৫। এ্যাপ ডেভলোপমেন্ট
মোবাইল দিয়ে এ্যাপ তৈরী করে এখন মাসে প্রচুর টাকা আয় করছে এমন পরিচিত লোক ও চোখের সামনে রয়েছে। আপনি চাইলেই খুব সহজেই মোবাইল দিয়ে এন্ড্রোয়েড এ্যাপ গুলো বানিয়ে এডমোভ দিয়ে মনিটাইজ করে প্লেস্টোরে পাবলিশ করে আয় করতে পারেন। তবে হ্যা এখানেও খুব দ্রুত ভালো রেজাল্ট না ও পেতে পারেন, আপনাকে ধৈর্যশীল এবং পরিশ্রমী হতে হবে। এবং নিজের কাজ ও ভালো করতে হবে, যতো বেশী সুন্দর করতে পারবেন ততো বেশী আপনার এ্যাপ ডাউনলোড হবে এবং একটিভ ইউজার যতো বেশী হবে ততো বেশী আর্ন হবে।
৬। ওয়েব ডেভলোপমেন্ট
অনেকেই মনে করতে পারেন যে, মোবাইল দিয়ে ওয়েব ডেভলোপমেন্ট ও কি সম্ভব? হ্যা ভাই সম্ভব। আমার দেখা মতে অনেকেই মোবাইল দিয়ে ওয়েবসাইট বানিয়ে লোকাল মার্কেটে বিক্রি করতেছে এবং গ্লোবাল মার্কেটে ও কাজ করছে। সুতরাং আমি মনে করি আপনিও পারবেন। এছাড়াও ব্লগার ডটকম দিয়ে বিনা পয়সায় মাত্র কয়েক মিনিটের মধ্যে খুবই সুন্দর একটি ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন।
৭। মাইক্রো সাইটে কাজ করে
যারা ইন্টারনেটে একবারে নতুন তাদের জন্য সর্বপ্রথম এই কাজটিই পারফেক্ট বলে মনে করি। আপনি এ কাজ করে আহামরি অনেক বেশী টাকা আয় করতে পারবেননা। তবে এখান থেকে যতটুকু আয় করবেন এর মাধ্যমে নিজেকে মোটিভেট করতে পারবেন। ইন্টারনেটে দেশী এবং বিদেশী হাজার হাজার মাইক্রো সাইট রয়েছে তবে সবাই কিন্তু পেমেন্ট করেনা, আপনাকে ভেরিফাই করে নিতে হবে ট্রাস্টেড গুলো।
৮। ফটোগ্রাফি করে
আপনি যদি ফটোগ্রাফি করতে পছন্দ করেন তাহলে এটাই হতে পারে আপনার জন্য খুবই ভালো একটি ইনকামের পথ। আপনার কাছে যদি ভালো একটি স্মাট মোবাইল থাকে সেটি দিয়ে সুন্দর সুন্দর ছবি তুলে সেগুলো গ্লোবাল মার্কেটে সেল করতে পারেন, এর জন্য অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে আপনার ছবিগুলো আপলোড করে কাস্টমার পেয়ে বিক্রি করতে পারেন।
৯। ফাইভার বা আপওয়ার্কে কাজ করে
ফ্রিল্যান্সিং এর কথা আসলেই আমরা সবাই মনে করি ইনি মনে হয় ভাইবারে বা আপওয়ার্কে কাজ করে। যাইহোক ভাই এই দুটি হলো ইন্টেরন্যাশনাল দুটি ফ্রিল্যান্সিং সাইট এবং খুবই জনপ্রিয়। এখানে চাইলে আপনিও কাজ করতে পারেন এবং মাসে হাজার ডলার কামাই করতে পারেন তবে আপনাকে যেকোনো কাজে অনেক দক্ষ হতে হবে।
তাহলেই আপনি সেই বিষয়ে সার্ভিস দিতে পারবেন, উহু আরেকটু কথা না বললেই নয় আপনাকে ইংরেজীতে মোটামুটি ভালো হতে হবে, নাহলে আপনি বায়ারদের সাথে চ্যাটিং ও কথা বলতে পারবেননা।
১০। এ্যাপে এড দেখে
এই সর্বশেষ যেই কাজটি এটি করে আপনার পেট চলবে না, আপনি যে কয়টি টাকার মেগাবাইট ক্রয় করবেন সেই কয় টাকা তুলতে আপনার মাথার ঘাম পায়ে ফেলতে হবে। আমি ইন্টারনেটে সর্বপ্রথম এই কাজটি করতাম এবং দিনশেষে আমি ক্লান্ত ও মোবাইলের চার্জ ও মেগাবাইট ফুরিয়ে সামান্য শ এর নিচে টাকা পেতাম। আপনি ও চাইলে এ ধরেনের কাজ করতে পারেন তবে ইউটিউবে রিভিউ দেখে ভেরিফাই করে তারপর সেই এ্যাপটিতে কাজ করবেন।
আমি যে কাজগুলোর কথা বলেছি এগুলো আপনি চেষ্টা করলে মোবাইল দিয়েই করতে পারবেন। তবে আপনাকে পরিশ্রমী হতে হবে না হলে কোনটিতে ও সফল হতে পারবেননা। এই কাজগুলো শেখার জন্য গুগল ও ইউটিউবে সার্চ করুন তাহলে অনেক ফ্রি রিসোর্স পেয়ে যাবেন।
0 Comments
Please don't leave bad comments